আগামী মাসেই শুরু হচ্ছে এশিয়া কাপ। এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। আর এই এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্পও শুরু হয়ে গেছে। এরই মধ্যে ৩০/৩৫ জনের দল নিয়ে শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প। আজ ঘোষণা করা হতে পারে ২২ জনের প্রাথমিক স্কোয়াড। যদিও এখনো দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংেহে ঢাকায় এসে পৌছায়নি। এছাড়া তিনজন ক্রিকেটার রয়েছেন বিদেশী লিগে। তারপরও আজ অথবা আগামীকাল নির্বাচকরা ঘোষণা করবে প্রাথমিক স্কোয়াড। যদিও আগামীকাল অর্থাৎ ৮ আগস্ট থেকে দলের অনুশীলন ক্যাম্প শুরু দিন ক্ষণ ঘোষণা করা হয়েছে আগেই।
গতকাল বৃষ্টির মাঝেও অনুশীলন করেছে ক্রিকেটাররা। মূলত ট্রেইনারের অধীনে ফিটনেস ট্রেনিং চলছে এখন। এরই মধ্যে ইউ ইউ টেস্টের মাধ্যমে নিজেদের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ক্রিকেটাররা। এখন অপেক্ষা প্রাথমিক স্কোয়াডে কারা থাকেন সেটা দেখার। এরই মধ্যে তামিম ইকবাল জানিয়েছেন তিনি এশিয়া কাপে খেলবেননা। তাই তার জায়গায় ওপেনার হিসেবে কাকে নেওয়া হয় সেটা যেমন দেখার অপেক্ষা তেমনি অধিনায়ক করা হয় কাকে এবং মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পান কিনা প্রাথমিক স্কোয়াডে।
জানা গেছে ২১–২২ জনের প্রাথমিক দলে তামিম ইকবালের ব্যাকআপ ওপেনার হিসেবে নাঈম শেখ অনেকটাই এগিয়ে থাকবে। যদিও পাশাপাশি আলোচিত হচ্ছে আরেক বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ তামিম এর নামও। এছাড়া তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত এরাতো আছেই। তাই প্রাথমিক দলে তানজিদ তামিম এর ডাক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া পেস বোলিং অপশনে নতুন বিকল্প হিসেবে আরেক তরুণ পেসার তানজিম সাকিবকেও দেখা যেতে পারে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে দল থেকে তামিম ছাড়া সবার থাকাও একরকম নিশ্চিত। আফগানদের সাথে রান না পেলেও কলম্বোয় এশিয়ান ইমার্জিং কাপে রান করে এশিয়া কাপের প্রাথমিক দলে নিজের অবস্থান অনেকটাই নিশ্চিত করেছেন নাইম শেখ।
ধারণা করা হচ্ছে প্রাথমিক দলটি এমন হতে পারে। যেখানে থাকবেন লিটন দাস, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিদ তামিম, রাকিবুল হাসান, মাহমুদুল হাসান জয়, তানজিম সাকিব, জাকির হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মাহদি, সাইফ হাসান।