এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

তাহলে কি পাকিস্তান টিটোয়েন্টি দলের দরজা বন্ধ হয়ে গেছে বাবর আজম এব মোহাম্মদ রিজওয়ানের জন্য। দীর্ঘদিন ধরে টিটোয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের দলেও রাখেনি পাকিস্তান। তবে কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য গতকাল রোববার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ টিটোয়েন্টি। এরপর আরও চারটি টিটোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টিটোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ১২৯.২২ স্ট্রাইক রেটে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। এশিয়া কাপের পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (কিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিদুর্ঘটনারোধে সবাইকে এগিয়ে আসতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধদল জিতলেও আবারো ব্যাটে বলে ব্যর্থ সাকিব