এশিয়া কাপের জন্য দল ঘোষণা নেই মাহমুদউল্লাহ, চমক তানজিদ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:২৪ অপরাহ্ণ

গত কয়দিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সবচাইতে আলোচনার বিষয় ছিল দলের অধিনায়ক এবং এশিয়া কাপের দল ঘোষণা। আগের দিন সাকিবকে ঘোষণা করা হয়েছে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে। আর গতকাল ঘোষণা করা হলো এশিয়া কাপের জণ্য ১৭ সদস্যের দল। যেখানে জায়গা হয়নি যাকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা চলছিল সেই মাহমুদউল্লাহ রিয়াদের। তবে দলে চমক বলতে একটাই। তিনি তানজিদ হোসেন । গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলে আসা তানজিদ হোসেন এবার খেলবেন মূল এশিয়া কাপে। ওপেনিংয়ে তামিমের বিকল্প হিসেবে এই তরুণকে বেছে নিয়েছে নির্বাচকরা। এছাড়া দলে ফিরেছেন শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী এবং নাসুম আহমেদ। গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ টি হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ। তারই পুরস্কার পেলেন এই তরুণ। গত ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স ভালো ছিল । ১১ ইনিংসে ৪৩.০৯ গড়ে করেন ৪৭৪ রান। এই তরুণকে একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে। তবে নাঈমের যে ফর্ম তাতে তানজিদের সম্ভাবনা বেশি থাকবে একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে। নাঈম এখনও পর্যন্ত ওয়ানডেতে তিনটি ইনিংসে করেছেন ১০ রান। সবশেষ আফগানিস্তান সিরিজে দুই ম্যাচে তার রান ছিল ০ ও ৯। তানজিদের সুযোগ পাওয়াটা যদি চমক হয় তাহলে মাহমুদউল্লাহর সুযোগ না পাওয়াটা এক রকম অনুমিতই। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। সেই থেকে তার টানা বিশ্রাম চলছেই। দলে ফেরা হলো না। দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন লম্বা আলোচনার পর শেষ পর্যন্ত ফেরানো হয়নি মাহমুদউল্লাহকে। তানজিদ ছাড়া দলে আরও একজন আছেন, যিনি কখনও ওয়ানডে খেলেননি। তিনি শামীম হোসেন পাটোয়ারী। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অনেকটা হুট করেই নেওয়া হয়েছিল এই ব্যাটসম্যানকে। পরে বাদ পড়েন। এখন আবার সুযোগ পেলেন ওয়ানডে ক্যারিয়ার শুরু করার। সামপ্রতিক সময়ে টিটোয়েন্টি বেশ ভালো ফর্মে আছেন এই ক্রিকেটার। দলে ফেরা শেখ মেহেদি হাসান ২০২১ সালে বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছেন তিনিও। তবে দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাসুম আহমেদের মধ্যকার প্রতিযোগিতায় টিকে গেলেন নাসুম। প্রধান নির্বাচক জানিয়েছেন এশিয়া কাপের নিষ্প্রাণ উইকেট ভাবনায় রেখে একটু রক্ষণাত্মক বোলিংয়ের ভাবনায় নেওয়া হয়েছে নাসুমকে। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নিলেও বাদ পড়েছেন তাইজুল। তাইজুলকে অবশ্য স্ট্যান্ড বাইরাখা হয়েছে সাইফ হাসান ও তানজিম হাসানের সঙ্গে। দলে ফিরেছেন ইনজুরি মুক্ত এবাদত হোসেনও। তাইজুল ছাড়া বাদ পড়েছেন রনি তালুকদার।

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম শেখ।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টে শোভনীয়া ক্লাবের শুভসূচনা
পরবর্তী নিবন্ধইংলিশ চ্যানেলে শরণার্থীদের নৌকা ডুবে নিহত ৬