বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের সওদাগরের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (শনিবার)। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আবদুস সালামের বাবা এবং গ্রুপের উপ–ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালামের দাদা।
মরহুম আবু তাহের সওদাগর ২০১৪ সালে সমাজসেবায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদক অর্জন করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ স্টেশন রোডস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।