কোরবানির ঈদকে সামনে রেখে নগরীর বায়েজিদ থানাধীন রুবি গেটস্থ টেঙটাইল মোড়ে এশিয়ান এগ্রোর কোরবানির পশু বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত ১ এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন কাউন্সিলর মোরশেদুল আলম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ–কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, এশিয়ান গ্রুপের পরিচালক ও এশিয়ান এগ্রোর কর্ণধার ওয়াসিফ আহমেদ সালামসহ আরো অনেকে। কোরবানির পশুর এই বিক্রয়কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।