এশিয়া কাপে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

আকরাম খান। বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত এক কিংবদন্তী। তার নেতৃত্বেই বাংলাদেশ জিতেছিল আইসিসি ট্রফি। আর তাতেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করেছিল। খেলা ছেড়ে দায়িত্ব পালন করেন নির্বাচক এবং প্রধান নির্বাচক হিসেবেও। এরপর যোগ দেন ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে। পালন করেছেন অপারেশন্স কমিটির চেয়ারম্যানের মত গুরু দায়িত্ব। এবার আরো একটি নতুন দায়িত্ব পালন করছেন আকরাম খান। চলমান এশিয়া কাপ ক্রিকেটে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আকরাম খান। প্রথমবারের মত কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে এই দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল দৈনিক আজাদীকে আকরাম খান জানান, এটি একটি নতুন অভিজ্ঞতা। এ ধরনের বড় টুর্নামেন্টে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বটা বেশ চ্যালেঞ্জিং। তবে আমি এই কাজটা বেশ উপভোগ করছি। তার সাথে রয়েছে পাকিস্তানের সাবেক পেস বোলার জাকির খান, শ্রীলংকার টেস্ট ক্রিকেটার জন এবং আফগানিস্তানের নুর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এই কাজের জন্য আকরাম খানকে বেছে নিয়েছেন। আর সে জন্য তিনি এসিসিকে ধন্যবাদ জানান। কারন আন্তর্জাতিক ক্রিটে অঙ্গনে এ ধরনের দায়িত্ব পালন করতে পারাটা গৌরবের। আকরাম খান বলেন তার উপর যে দায়িত্ব দিয়েছে এসিসি সেটা তিনি যথেষ্ট দক্ষতার সাথে পালনের চেষ্টা করে যাচ্ছেন। আর এর মাধ্যমে নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে বলেও জানান তিনি। আগামীতে আরো বড় কোন দায়িত্ব এলেও তিনি পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন আকরাম খান।

পূর্ববর্তী নিবন্ধফ্রেন্ডস্‌ ক্লাব কারাতে একাডেমির কিউ গ্রেডিং টেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে মাঠে নামছে তামিম