এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। এই দুই দলের সাথে ‘সি’ গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় সোমবার। সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ে অনুযায়ী পট–ফোর–এ জায়গা হয় বাংলাদেশের। ‘সি’ গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৩৭তম; বাকি দুই দল হংকং (১৫৬তম) ও সিঙ্গাপুর (১৬১তম) র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে। মুখোমুখি পরিসংখ্যানে ভারত অনেক অনেক এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ দেখার স্মৃতি বাংলাদেশের জন্য আনন্দেরই। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের দেখায় ভারতকে ১–১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। ২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে বাছাইয়ের ম্যাচগুলো। আগামী মার্চে শুরু হওয়ার কথা তৃতীয় রাউন্ড। গ্রুপ–এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে। গ্রুপ–বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম। গ্রুপ–সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ। গ্রুপ–ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলংকা। গ্রুপ–ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান। গ্রুপ–এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।