এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের বিশেষ টহলের সময় বন্দর থানার গোসাইলডাঙা সাবের প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়ের অংশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তাররা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিল।

তারা মধ্যরাতে ব্যাটারিচালিত রিকশায় করে এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের গতিরোধ করে ডাকাতি করে। তারা সবাই একটি চক্র হিসেবেই কাজ করে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার বিষয়টি স্বীকার করেছে। এসময় তাদের কাছে থেকে দুইটি স্টিলের টিপছোরা, লোহার এঙ্গেল এবং দুইটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা পাওয়া গেছে। এসব জিনিস পুলিশ জব্দ করেন।

গ্রেপ্তাররা হলেন, মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), সো. সাব্বির হোসেন (১৬), ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫)

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসিগণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ আজাদীকে বলেন, পুলিশের বিশেষ টহলের সময় এঙপ্রেসওয়েতে কতিপয় দুষ্কৃতকারী ডাকাতির করার প্রস্তুতি নিলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ডাকাতি প্রস্তুতি আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে তিনজন কিশোর। সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তাদের কাছে ধারালো অস্ত্রসহ দুইটি নম্বরবিহীন রিকশা পাওয়া গেছে। সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তাররা এঙপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে টিকটক, তিন ছাত্রীকে বহিষ্কারের নোটিশ
পরবর্তী নিবন্ধআরেক মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমদ