যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের সার্বিক তত্ত্বাবধানে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া কর্মসূচির আলোকে মীরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে ধানকাটা কার্যক্রম পরিচালিত হয়েছে।
গতকাল মীরসরাই উপজেলা যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, শাহাদাত হোসেন ভুইয়া, হাসান হাবীব রনি, ফখরুল ইসলাম মুন্না, মোশাররফ হোসেন, মেজবা উদ্দিন রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আরিফুর রহমান, গেন্ডারিয়া থানা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আরেফিন অন্তর, রিফাত হাওলাদার, মীরসরাই ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন সহ আরও নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন। মিঠাছরা ইউনিয়নের অন্তর্গত কিছমত জাফরাবাদ গ্রামে কৃষক আনোয়ার হোসেনের প্রায় ২৫ শতাংশ জমির ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দেওয়া হয়। কর্মসূচি নিয়ে যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন বলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের সার্বিক তত্বাবধানে আমরা মীরসরাই উপজেলা যুবলীগ আজকে ধানকাটা কর্মসূচি পালন করি। প্রেস বিজ্ঞপ্তি।