প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছে প্রযোজনা সংস্থা এলবিসি মিডিয়া। নাম ‘সিঙ’। এই সিরিজে অভিনয় করবেন দেশের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। তাদের মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, ইফতেখার আহমেদ ফাহমি, অপর্ণা ঘোষ, সোহেল মন্ডল, তারিক আনাম খান, ইয়াশ রোহান, অশোক ব্যাপারীসহ আরো অনেকে। প্রোডাকশন হাউস রেড পেড স্টিডিওর ব্যানারে এবং তানিম পারভেজের পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজটি। এটি একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে। এছাড়া এই প্ল্যাটফর্মে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিও প্রথমবার অভিনয় করতে চলেছেন।