এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ২৮ টাকা

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে দাম কমে আসায় দেশের বাজারেও তরল পেট্রোলিয়াম গ্যাসএলপিজির দাম কেজিতে ২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারণ করা দর অনুযায়ী, মার্চ মাসে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম পড়বে ১২০ টাকা ৮১ পয়সা, যা ফেব্রুয়ারি মাসে ১২৩ টাকা ১৬ পয়সা ছিল। নতুন দর অনুযায়ী রান্নায় বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ফেব্রুয়ারির ১৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমে ১৪৫০ টাকা হয়েছে। খবর বিডিনিউজের।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ গতকাল সোমবার বিকেলে এলপিজির এই নতুন দর ঘোষণা করে বলেন, সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্যহার কার্যকর হবে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৪৩ পয়সা লিটার, যা আগের মাসে ৬৭ টাকা ৭৪ পয়সা ছিল। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশে এলপিজির দাম সমন্বয় করে।

পূর্ববর্তী নিবন্ধ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু