রোটারেক্ট ক্লাব অব চিটাগং এ্যারিষ্টোক্রেটের তৃতীয় বারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোটার্যাক্ট ক্লাব অব অপরুপা। রানার্স আপ হয়েছে রোটার্যাক্ট ক্লাব অব পোর্টসিটি। গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ এশিয়া জুট মিল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় টাইব্রেকারে শিরোপা নির্ধারণ করা হয়। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোটারেক্ট ক্লাব অব চিটাগং এ্যারিস্টোক্রেটের প্রেসিডেন্ট রোটারেক্টর তানভীর ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব চিটাগাং এরিস্টোক্রেটের প্রেসিডেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদিন মুহুরি।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান শহীদ চৌধুরী, এনটিভি চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, রোটারেক্ট ডিস্ট্রিক্ট–৩২৮২ ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারেক্টর ওয়াহেদ মুরাদ, রোটারেক্টর আতাউল হক সোহেল, হোস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারেক্টর
মাহমুদ উল্লাহ, প্রতিষ্ঠাতা সেক্রেটারি রোটারেক্টর ইয়াছিন চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের। এই টুর্নামেন্টে আটটি ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করে। বক্তারা বলেন বন্ধুত্ব স্থাপন, শরীর ও মনের সুস্থতাসহ সমাজ ও শান্তি প্রতিষ্ঠায় এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।