ভারতে কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বৃহস্পতিবার সকালেই ছড়াল আতঙ্ক। মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্লেনটিকে সরিয়ে আইসোলেশন বে–তে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তল্লাশি চালানো হয়। প্রাথমিকভাবে জানা যায়, মুম্বাই থেকে তিরুঅনন্তপুরমগামী প্লেনে বোমা রাখা আছে বলে একটি হুমকি ফোন আসে। খবর বিডিনিউজের।
হুমকির পরই এয়ার ইন্ডিয়ার ৬৫৭ ফ্লাইট মুম্বাই থেকে কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ১৩৫ জন যাত্রী নিয়ে প্লেনটি নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করেছিল। এরপর সকাল ৮টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডি টিভি বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জানায়, সকাল সাড়ে সাতটা নাগাদ বিমানটি তিরুঅনন্তপুরম বিমানবন্দরের কাছাকাছি পৌঁছতেই পাইলট বোমা হামলার হুমকির কথা জানান। এরপর সকাল ৭টা ৪৬ মিনিটে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।