এম.এ.আজিজ স্মরণে সভা

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা, ১ দফার প্রবক্তা এম..আজিজের ৫৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা গতকাল শনিবার চট্টগ্রাম কলেজ রেডবিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এ.এম.মাহবুব উদ্দীন চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় অংশনেন পরিষদের উপদেষ্টা আবুল বাশার ভূঁইয়া, অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী, অধ্যাপক ফজলুর রহমান, অ্যাড. আবদুল মান্নান চৌধুরী, সিরাজুল হক, আলহাজ আবদুল গফুর ভুঁইয়া, ব্যাংকার একরাম হোসেন, আলহাজ হুমায়ুন কবির, কাজী আবদুল হাই, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মো. ইউনুস উদ্দীন, খুরশিদ রোকেয়া, মিজানুর রহমান, মেরাজ তাসিন শফি, ইসমাঈল মনু, তারেক ইমতিয়াজ ইফু, তরুণ কুমার রায়, অচিন্ত্য কুমার দাশ, আবু মোহাম্মদ আরিফ, আসিফ ইকবাল, দেলোয়ার হোসেন জয় প্রমুখ। বক্তারা বলেন, মরহুম এম.. আজিজ ছিলেন চট্টগ্রাম তথা জাতীয় নেতা। এদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে এম..আজিজের ১ দফা অনন্য ভুমিকা পালন করেছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে এম.. আজিজ ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এম.. আজিজ আমৃত্যু দেশমাতৃকায় কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৪ লাখ টাকার বেহুন্দী জাল জব্দ
পরবর্তী নিবন্ধড. বিকিরণ প্রসাদ ও জয়শান্ত বিকাশ ছিলেন দেশ ও সমাজের নীরব সেবক