চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো গানের আসরে মঞ্চ মাতালেন নগর বাউল জেমস। দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত এই কিংবদন্তি কণ্ঠের জাদুতে মোহিত করলেন শ্রোতাদের।
চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে মাসব্যাপী চট্টগ্রাম ফুল উৎসব, ২০২৫ এর সমাপনী এই গালা নাইট কনসার্ট মাতাতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ এ মঞ্চে উঠেন নগর বাউল। দর্শকেরা তখন হাততালি দিয়ে তাকে বরণ করে নেন। জেমস প্রথমে তার বিখ্যাত ‘তুমি স্বপ্নচারিণী’ গানটি গেয়ে শোনান দর্শকদের। এরপর একে একে তিনি ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘পাগলা হাওয়া’ ‘দুষ্ট ছেলের দল’ এর মতো জনপ্রিয় গানগুলো করেন। হাজারো দর্শক একযোগে উচ্চস্বরে নিজেদের কণ্ঠ মিলান তার সঙ্গে। এর আগে মঞ্চে উঠেন ব্যান্ডদল আর্টসেল। আর্টসেলের ভোকাল লিংকন তার জনপ্রিয় এ বিদায়, অনিকেত প্রান্তর, পথচলা, অন্য সময়, দুঃখ বিলাস গানগুলো করেন। নগর বাউল ও আর্টসেলের আগে এই আয়োজনে গান করেন শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ জনপ্রিয়সহ ব্যান্ড দল।
দুপুর থেকে শুরু হওয়া গালা নাইট কনসার্টে ব্যাপক নিরাপত্তা জোরদার করে জেলা প্রশাসন। মাঠ ও মাঠের বাইরে পুলিশ, র্যাবের পাশাপাশি উপস্থিত ছিল সেনাবাহিনীও। দুপুরের পর স্থানীয় শিল্পীরাও গান করেন। দুপুরের দিকে দর্শক সংখ্যা কম থাকলেও সন্ধ্যা হতে হতেই এম এ আজিজ স্টেডিয়াম দর্শকে ভরে যায়। পুরো কনসার্টের ফাঁকে ফাঁকে বিশেষ করে সন্ধার পর অনেকগুলো আতশবাজির ঝলকানি দেখতে পেয়েছেন দর্শকরা। বারবার এম এ আজিজ স্টেডিয়াম আলোকিত হচ্ছিল, আর তা দেখে দর্শকরা আনন্দ উল্লাস করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে প্রতি বছরের ন্যায় এ বছরও ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। চট্টগ্রাম ফুল উৎসব, ২০২৫ হিসেবে উৎসবের নামকরণ করা হয়। জানুয়ারির প্রথম থেকে শুরু হওয়া এ ফুল উৎসবে ১৩৬ প্রজাতির ফুলের সমারোহ ঘটনো হয়। প্রায় প্রতিদিনই হাজার হাজার দর্শক সেই ফুল উৎসবে গিয়েছেন, মেতেছেন আনন্দে।