চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ক্রীড়া হচ্ছে এমন একটি শক্তি যেটি সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সমপ্রীতি ও ঐক্য গড়ে তুলতে পারে। যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতার নামে স্টেডিয়ামের নামকরণের সমালোচনা করে বলেন, ক্রীড়াঙ্গন অথবা চট্টগ্রামবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে ব্যক্তির কোন প্রকার অবদান নেই শুধুমাত্র আওয়ামীলীগের নেতা হিসাবে যার পরিচয় তার নামে কোন স্টেডিয়ামের নামকরণ হতে পারে না। তিনি অবিলম্বে আওয়ামী লীগ নেতার নামে নামকরণকৃত এম এ আজিজ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জুলাই বিপ্লবে শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামের নামে নামকরণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজিমুর রহমান নগরীর কাজির দেউড়ী আউটার স্টেডিয়ামে গত রোববার হতে শুরু হওয়া মরহুম শামসুল হক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যথাক্রমে শওকত আজম খাজা, তৌহিদুস সালাম নিশাদ, আকবর হোসেন, মরহুম শামসুল হক এর সহোদর এনামুল হক রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, কাজী শাহজাহান, সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান শাহ। আর সঞ্চালনায় ছিলেন রাজু খান। মোট ২০ টি দলের অংশগ্রহণে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা শেষে নাজিমুর রহমান টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে করমর্দন করেন এবং তাহাদের সাথে পরিচিত হন। উদ্বোধনী ম্যাচে জাহাঙ্গীর স্পোর্টিং ক্লাব ২–০ গোলে বি.বাড়িয়া একাদশকে এবং অপর খেলায় রুলস ব্রেকার্স ১–০ গোলে কেপি ওয়ারিয়র্সকে পরাজিত করে।