চট্টগ্রাম জেলা উশু এসোসিয়েশনের উদ্যোগে এম এম এ একাডেমি পশ্চিম খুলশীতে মিক্স মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেছে। গত ৮ অক্টোবর এ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন। চট্টগ্রাম জেলা উশু এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উশু জাজ এবং কোচ ডা. মো. শফি, ডিএম রুস্তম, মশিউর রহমান প্রমুখ।