এমেচার ক্রিকেট লীগের তৃতীয় আসর শুরু

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এমেচার ক্রিকেট লীগ এর তৃতীয় আসর গতকাল শুক্রবার বন্দর স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হয়েছে। এবার ৬টি দল নিয়ে আয়োজিত হচ্ছে টুর্নামেন্টের এবারের আসর। গতকাল সকালে ক্লাবের সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম খান লাবু ৬টি দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় হাক্কানী ক্রিকেট ক্লাব ৭ উইকেটে হোয়াইট ফ্যালকনকে পরাজিত করে শুভ সুচনা করে। হাক্কানী ক্রিকেট ক্লাবের আলি জাকের রাজু অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন এ জে কনস্ট্রাকশনের সত্বাধীকারি আশফাক শাহরিয়ার অপু। দিনের দ্বিতীয় খেলায় চিটাগং মাস্টার্স ৮ উইকেটে আগ্রাবাদ মাস্টার্সে পরাজিত করে। চিটাগং মাস্টার্সের সাবিবুল আজম ৪৯ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা।

পূর্ববর্তী নিবন্ধচার ম্যাচে তৃতীয়বারের মতো শাস্তির মুখে পাকিস্তান
পরবর্তী নিবন্ধনারীদের বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার