নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং আম্বিয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নাইনটিজ উইলোস। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আগ্রাবাদ মাস্টার্সকে ৭৯ রানে পরাজিত করে ২য় দল হিসেবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে নাইনটিজ উইলোস। সকালে টসে জিতে নাইনটিজ উইলোস প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয়। পাওয়ার প্লেতে ১টি উইকেট হারালেও ৬ ওভারে ৭০ রান তুলে নাইনটিজ উইলোস। এরপর সেজান আর মাসুদ মিলে ১৭৯ রানের পার্টনারসিপ গড়ে তুলে। মুলত মাসুদ টর্নেডোর কারনে বিশাল স্কোর করে তারা। সেজান ৫১ এবং মাসুদ ৪৩ বলে ৯৪ রান করেন। অবশেষে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে নাইনটিজ উইলোস। আগ্রাবাদ মাস্টার্সের সুমন সাহা ৩০ রানে ২টি উইকেট নেন। ২১৪ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় আগ্রাবাদ। ওপেনার টিটু মাত্র ৭ রান করে ফিরেন। এরপর অনিন্দ ৩৬, মুরাদ ২০ এবং পায়েল ১৮ রান করেন। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে আগ্রাবাদ ১৩৪ রানে থামে। নাইনটিজের কামাল ২০ রানে ৩টি এবং মর্তুজা ৩০ রানে ২টি উইকেট নেন। নাইনটিজ উইলোসের মাসুদ আসাদ তার চমৎকার বাটিং নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় এবং চিটাগং মাস্টার্সের সাধারণ সম্পাদক আশফাক শাহরিয়ার অপু।