এমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হোয়াইট ফেলকন

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এবং আম্বিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হোয়াইট ফেলকন। গতকাল শনিবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হোয়াইট ফেলকন ৫ উইকেটে গোল্ডেন গ্লাবসকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। সকালে টসে জিতে গোল্ডেন গ্লাবস প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয়। পাওয়ার প্লেতে ২টি উইকেট হারালেও ওপেনার মাশরুরের ২২ রানের উপর ভর করে ৬ ওভারে ৬০ রান তুলে গোল্ডেন গ্লাবস। এছাড়া ফায়িম ২১, অন্‌জন সিংহ ৩২, লিপন ২৪ এবং পাবেল এর ২২ রানে সুবাধে গোল্ডেন গ্লাবস ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানের বিশাল স্কোর দাঁড় করায়। হোয়াইট ফেলকনের রাজিব ২৯ রানে ৩টি, আসাদ ১৮ রানে ২টি ও রিপন ৩৯ রানে ২টি উইকেট নেন। ১৭০ রানের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে শুরুতে ধাক্কা খায় ফেলকন। ওপেনার টিটু মাত্র ৪ রার করে ফিরেন। এরপরও রানা এবং রাফুর কল্যানে ৬ ওভারে ৬০ রান তুলে ফেলকন। রাফু ১৮ এবং আব্দুল্লাহ মাসুম ৩৫ রানের পর রাজেশ দাশ ২৯ রান করে ফিরেন। এরপর শুরু হয় আসাদের ব্যাটিং তান্ডব। ইদে আমিনের এক ওভারে ২২ রান তুলে খেলার মোড় ঘুরিয়ে দেয় আসাদ। আসাদ ২২ বলে ৪৮ রান করে আর তাকে যোগ্য সমর্থন দেন আহমেদ রাজিব। যার স্কোর ২৫ রান। গোল্ডেন গ্লাবসের লিপন ৩৭ রানে ২টি উইকেট নেন। আসাদ তার অল রাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন রোটারেক্ট ক্লাব অফ চিটাগং রিভার সাইনের সাবেক সভাপতি আইনুল কবির জিতু।

পূর্ববর্তী নিবন্ধআল-হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস
পরবর্তী নিবন্ধরাইজিং স্টার ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত