এমেচার ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চিটাগং রয়েলস এবং হোয়াইট ফ্যালকন। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্সে মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টসে জিতে বোলিং করার সিদ্বান্ত নেয় চিটাগং রয়েলস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করতে সক্ষম হয় সিএম গোল্ড । দলের পক্ষে আদিল ২৭ রান করেন। চিটাগং রয়েলসের সাকি ২টি, নাজিম ও রিয়াদ মোস্তফা ১টি করে উইকেট নেন। ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চিটাগং রয়েলসের ওপেনার সৌরভের অন্যবদ্য ৩৩ বলে ৭০ রানের উপর ভর করে ৮ উইকেটে জয়লাভ করে। সৌরভ ৬টি চার এবং ৬টি ছয় হাকান। এছাড়া ডালিম ২৭ রান করেন। চিটাগং রয়েলসের সৌরভ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান এস এন এম এগ্রোর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুম।
দিনের অপর খেলায় হোয়াইট ফ্যলকন ১৮ রানে হাক্কানী ক্লাবকে পরাজিত করে। টসে জিতে হোয়াইট ফ্যালকন ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল্লাহ আল মাসুম ৩টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৫০ বলে ৫৮ রান করেন। এছাড়া ওপেনার সাইফুদ্দিন টিটু ৩টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে ৩৯ রান করেন। হাক্কানী ক্রিকেট ক্লাবের পক্ষে মুক্তাদির ৩৭ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ১৮২ রানের জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে হাক্কানী ক্রিকেট ক্লাব। দলের পক্ষে রাজু সর্বোচ্চ ৪৩ রান করেন । যার মধ্যে ৪টি চার এবং ২টি ছয়ের মার ছিল। হোয়াইট ফ্যালকনের আবদুল্লাহ মাসুম বল হাতেও সফল ছিলেন। মূলত তার বোলিং তোপ সামলাতে ব্যর্থ হন হাক্কানীর খেলোয়াড়রা। মাসুম ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। এছাড়া জুনায়েদ তানিন ২টি উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ মাসুম। তার হাতে পুরস্কার তুলে দেন নাইনটিজ উইলোর অফিসিয়াল এবং সাবেক জেলা ক্রিকেটার মোঃ রিয়াদ।
আজ মহিলা কমপ্লেক্স মাঠে একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে । যাতে দুপুর ১টায় গোল্ডেন গ্লাবস এবং লিজেন্ড ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে।