এমভি আব্দুল্লাহর ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামে রওনা দিল এমভি জাহান মনি

কুতুবদিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ১২:৪২ অপরাহ্ণ

সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে ফেরা জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিক চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের সময় এমভি জাহান মনি-৩ জাহাজে করে তারা রওনা দেন।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় পৌঁছে জাহাজটি। জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১ টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরো ২৩ নাবিককে ‘এমভি আব্দুল্লাহর’ দায়িত্ব বুঝিয়ে দিয়েছে জিম্মিদশা থেকে আসা ২৩ নাবিক।

আজ মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে লাইটার জাহাজ ‘জাহান মনি-৩ ‘ এ করে মুক্ত হওয়া ২৩ নাবিক চট্টগ্রামে ফিরছেন। জাহাজটি পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ। সেখানে নাবিকদের বরণ করে নিতে তাদের স্বজনরা অপেক্ষা করছে বলে জানা গেছে।

জাহাজটিতে ৫৬ হাজার মেট্রিকটন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে দুই দিন লাগতে পারে বলে জানা গেছে জাহাজ কর্তৃপক্ষ সূত্রে ।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যু। পরে ১ মাস জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ জাহাজটি মুক্তি পায়। এরপর জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাসে ট্রাফিক পুলিশের অভিযান, ৩০ অবৈধ অটোরিকশা জব্দ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেল সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন আহত