এমপি ও তৃণমূল নেতাদের নিয়ে কেন্দ্রে রুদ্ধদ্বার বৈঠক আজ শুরু

প্রথম দুদিন অংশ নেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা।। ২০ ও ২১ জুন মহানগর আওয়ামী লীগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেক সংসদীয় আসনের এমপিদের নিয়ে দক্ষিণ জেলার তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের দু’.দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে। প্রত্যেক সংসদীয় আসনের এমপি এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে আলাদা আলাদা এক ঘন্টা করে রুদ্ধদ্বার বৈঠক করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যরা। প্রত্যেক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকও উপস্থিত থাকবেন। দক্ষিণ জেলার সবকটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ এখন ঢাকায় অবস্থান করছেন। একই পদ্ধতিতে আগামী ২০ ও ২১ জুন চট্টগ্রাম মহানগরী এলাকার প্রত্যেক সংসদীয় আসনের এমপি ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্যরা আলাদা আলাদাভাবে চট্টগ্রামে রুদ্ধদ্বার বৈঠক করবেন।
এই ব্যাপারে বোয়ালখালী আসনের সংসদ সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ আজাদীকে জানান, মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য উপজেলা পর্যায়ের নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা বৈঠক করবেন। একেক সংসদীয় আসন নিয়ে কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন। বৈঠকে আমরা দক্ষিণ জেলার সভাপতি-সাধারণ সম্পাদগন উপস্থিত থাকবো। এক উপজেলাকে নিয়ে এক ঘন্টা করে বৈঠক করা হবে। যে উপজেলাকে নিয়ে বসবেন সেই উপজেলার সংসদ সদস্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দক্ষিণ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।
বৈঠকের ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, মঙ্গলবার(আজ) ৮ জুন সকাল ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে লোহাগাড়া-সাতকানিয়া উপজেলার সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। বিকাল ৩টায় বৈঠক করবেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাথে। বিকাল আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাথে। ৯ জুন সকাল ১০টায় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাথে বৈঠক। বিকাল ৩টায় বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাথে বৈঠক এবং বিকাল ৫টায় চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। প্রত্যেক উপজেলার সাথে বৈঠকে সংশ্লিষ্ট আসনের এমপিরা উপস্থিত থাকবেন।
এদিকে আগামী ২০ ও ২১ জুন চট্টগ্রাম মহানগরীর সংসদীয় এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানার নেতাদের সাথে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন বলে জানান নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। গতকাল তিনি আজাদীকে জানান, আগামী ২০ জুন সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম সংসদীয় আসন ৪ সীতাকুন্ড, সংসদীয় আসন ৫ হাটহাজারী এবং সংসদীয় আসন ৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানার সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। ঐদিন বেলা আড়াইটায় চট্টগ্রাম ১০ ডবলমুরিং আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। ঐদিন বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানার নেতাদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতারা।
পরদিন ২১ জুন সকাল ৭টায় চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতারা বৈঠক করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শুধুমাত্র কার্যকরী সদস্যদের সাথে। এরপর সকাল সাড়ে ১১ টায় বসবেন সম্পাদক মন্ডলীর সাথে। এরপর বিকাল ৩টায় কেন্দ্রীয় নেতারা বসবেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতিদের সাথে। প্রত্যেক সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নেতারা আসন ভিত্তিক সংশ্লিষ্ট এমপি এবং থানা ও ওয়ার্ড নেতাদের সাথে বসবেন। বৈঠকে ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনের ব্যাপারে কথা হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধমেহমান ঘরে ঢুকতেই আচমকা হামলা
পরবর্তী নিবন্ধসংসদে বিরোধীদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী