এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর বার্তা বিদায়ী শিক্ষা উপদেষ্টার

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

আগামী ঈদুল আযহা থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বাড়তি ভাতা পাবেন বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ বার্তা দেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তাদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আযহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। কিন্তু আমি জানি, কারণ সেটুকু বাজেটের মধ্যে, এ বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটার পজিশন রাখা হচ্ছে। খবর বিডিনিউজের।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন বেলেন, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার জন্য একটা ফান্ড এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। কিন্তু এ সম্পূর্ণ ফান্ডটাকে স্বয়ংক্রিয়ভাবে টেকসই করতে হলে এক/দুইটা বাজেটে হবে নাতিন চার বাজেটে; আশা করি ভবিষ্যতে এটা সমাধান হয়ে যাবে।

কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ হওয়ায় কম বেতন পাওয়া শিক্ষকদের দুর্ভোগে পড়তে হয় জানিয়ে তিনি বলেন, প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা হলো বেসরকারি এমপিওভুক্ত মাদ্রসা ও স্কুল শিক্ষকদের অনলাইনভিত্তিক বদলির একটা প্রক্রিয়া আমরা ঘোষণা করেছি।

শিক্ষা উপদেষ্টা যখন ভাতা বাড়ানোর বার্তা দিলেন তখন রোজার ঈদ থেকেই শতভাগ উৎসব ভাতা, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গতকাল বুধবার ২২তম দিনের মত আন্দোলনে আছেন শিক্ষকরা। আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা দেওয়া না হলে তারা এসএসসি ও সমমান পরীক্ষা বর্জন ও আজ বৃহস্পতিবার ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন। ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’ নামের একটি মোর্চার ব্যানারে শিক্ষকদের এ কর্মসূচি চলছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রাইম ব্যাংকের সদকাহ্‌ জারিয়াহ্‌ অ্যাকাউন্ট চালু