এমন শ্রাবণে বাদল নামুক
অঝোর ধারায়
আকুল এ মন হারিয়ে যাক
সুদূর অজানায়….
বর্ষণবিহীন এই শ্রাবণ
কেমন নিরস, লাগে না ভালো
অঝোর বর্ষণে ধুয়ে যাক আজ
সমস্ত বিষাদ–কালো।
এমন শ্রাবণে বাদল নামুক অঝোরে
প্রস্ফুটিত কদমের শাখায়
তাপিত দেহ–মন হোক সজীব
সুুবাসিত বারিধারায়।