এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতা

| রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ১৭ এপ্রিল নগরীর চন্দনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমা দাসের পৃষ্ঠপোষকতায় এতে সঞ্চালক ছিলেন আহরণের উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম।

বিকাশ শিশুদের গল্পের ঝুলি (বেগুনী বই) থেকে ‘জাপানের এক সম্রাট এবং একজন বৃদ্ধলোক’ গল্পটি প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার জাহান। শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে দুইবার গল্পটির পাঠ শোনে। স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় জান্নাতুল নাইম রিমু, উম্মে হুমায়রা, আদিবা মেহেজাবিন ও অদিতি সরকার। বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণকারী ৪ জন শিক্ষার্থীকে মঞ্চে ডেকে এনে অভিনন্দিত করা হয়। সর্বোচ্চ নম্বর পাওয়া অদিতি সরকার ১ম স্থান অধিকার করে। মোট ১৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। গল্পটি এক সপ্তাহের মধ্যে লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধমোছাম্মৎ মমতাজ বেগম