স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গ্রাহক সেবার মান আরো বৃদ্ধিকল্পে ১২৭ জনকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছে। এ উপলক্ষে গত ৫ জানুয়ারি রাজধানীর হোটেল স্কাই সিটিতে এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এম. লতিফ হাসান, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. মোহন মিয়া, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং এফএডির প্রধান মো. আলী রেজা। প্রধান অতিথির বক্তব্যে কাজী আকরাম উদ্দিন আহ্মদ নবনিযুক্ত এমটিওদের অভিনন্দন জানান। তিনি বলেন,শুধুমাত্র কর্মক্ষেত্রে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানবিক মূল্যবোধ, আদর্শ এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি রাশেদ মাকসুদ তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে তাদের মেধা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে আত্মনিয়োগের জন্য নতুনদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য , নিয়োগদানের ক্ষেত্রে সেরা মেধাবীদের নির্বাচন নিশ্চিতকল্পে দেশের সেরা বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সার্বিক তত্বাবধানে ৩৩৭৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।