মেরিন ফিশারিজ একাডেমি এক্স–ক্যাডেট এসোসিয়েশনের ২০২৫–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান নগরীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার (চলতি দায়িত্ব) ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, নৌবাণিজ্য দপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার রফিকুল ইসলাম, মেরিন ফিশারিজ বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হক এবং হক অ্যান্ড সন্সের ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক প্রমুখ। বক্তারা মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের আত্মদায়িত্ববোধ, পেশাগত অগ্রযাত্রা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নৌবাণিজ্যক ও ফিশিং সেক্টর নিয়েও গুরুত্ব আলোকপাত করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে কমডোর সৈয়দ আরিফুল ইসলাম (অব.), বিএন সভাপতি এবং ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন চীফ ইঞ্জি. মো. রইচ উদ্দিন, ক্যাপ্টেন এস.এম. তমিজ উদ্দিন, ক্যাপ্টেন শাহনুর হোসেন, ইঞ্জি. মো. মোস্তাকুর রহমান, ক্যাপ্টেন গিয়াস উদ্দিন তুষার,ক্যাপ্টেন মোহাম্মদ সাইফউদ্দিন, মো. আবু ওসমান, হাবিবুর রহমান হাসান, মো. মেহেদী হাসান রানা, মোহাম্মদ রবিউল ইসলাম, নিনাদ রাহুল ইফতেখার,মো. মোস্তফা কামাল, মাহবুবুর রহমান, মোঃ জিয়াউর রহমান মোল্লা, মো. মোতালেব হোসাইন, মো.নোমান,হাফিজুর রহমান, হাসান বিন সাইফ, মাহমুদুল হাসান রানা, হেদায়েতুল, মো. মিজানুর রহমান খান, মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, এস.এম জহিরুল ইসলাম, মো. সাব্বির হোসেন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা মেরিন ফিশারিজ একাডেমির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নতুন কমিটি ভবিষ্যতে একাডেমি ও প্রাক্তন ক্যাডেটদের শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।