আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরের এমইএস কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এতে আবদুল হামিদ রাফি নামে এক ছাত্র আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। সংঘর্ষ চলাকালে খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, প্রমি গ্রুপ ও শাহেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় গ্রুপই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী। শাহেদ গ্রুপের ফাহিম, শাওন, আল আমিন ও বাপ্পীসহ কয়েকজন প্রমি গ্রুপের আব্দুল হামিদ রাফিকে বেধড়ক পেটান। এর জের ধরে দুই গ্রপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের বলেন, কয়েকজন ছাত্রের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে মারামারি হয়েছে। আমরা যাওয়ার পর তারা দ্রুত ক্যাম্পাস ছেড়ে চলে যায়। রাফি নামে একজন ছাত্রকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।