এভারেস্ট ও লোৎসে জয় উদযাপন

বাবর আলীর নেতৃত্বে নগরে সাইকেল র‌্যালি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

এভারেস্ট ও লোৎসে জয়ী ডা. বাবর আলীর জয় উদযাপন করতে গতকাল নগরে সাইকেল র‌্যালি করা হয়েছে। বিকালে অনন্যা আবাসিক এলাকা থেকে শুরু হওয়া র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। জাতীয় পতাকা নিয়ে র‌্যালিতে নেতৃত্ব দেন বাবর আলী। এতে বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

হাটহাজারীর বুড়িশ্চরের হালদাপাড়ের সন্তান বাবর আলী গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়া জয় করেন। এর দুদিন পর ২১ মে তিনি পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি একসাথে দুটি আট হাজার মিটার উঁচু পর্বত জয় করেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি লোৎসে পর্বতে বাংলাদেশের পতাকা ওড়ান। গত ২৮ মে তিনি চট্টগ্রামে ফেরেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল তার শুভাকাঙ্ক্ষীরা এই সাইকেল র‌্যালির আয়োজন করে।

পূর্ববর্তী নিবন্ধআনার হত্যার হাতিয়ারের খোঁজে কলকাতা সিআইডি
পরবর্তী নিবন্ধডোবায় মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু