এবারের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে মূল মাঠে থাকছে না কোনও পুরুষ। অনফিল্ড আম্পায়ার তো বটেই, ম্যাচ অফিসিয়াল প্যানেলের সবাই নারী। মোট ১৩ জন ম্যাচ অফিসিয়ালকে নিযুক্ত করা হয়েছে আসন্ন বিশ্বকাপের জন্য। তাদের মধ্যে ১০ জন আম্পায়ার, তিন জন ম্যাচ রেফারি। এই প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ ক্লেয়ার পোলোসাক। আগের চারটি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে ছিলেন তিনি। ইভেন্টে চতুর্থবার অংশ নিচ্ছেন কিম কটন ও জ্যাকলিন উইলিয়ামস। দুজনেরই ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আগের ফাইনালের টিভি আম্পায়ার সু রেডফার্নও চতুর্থবার এই টুর্নামেন্টে দায়িত্ব পেলেন। জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ দাম্বানেভানার টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে। আইসিসি সিনিয়র ম্যানেজার– আম্পায়ার্স অ্যান্ড রেফারিস– শন ইজি বলেছেন, ‘আমাদের খেলায় মেয়েদের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আইসিসি গর্বিত। আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধু নারীদের নিয়ে ম্যাচ অফিসিয়ালদের লাইন আপ ঘোষণা করতে পারা চমৎকার। আমরা আশাবাদী এই ইভেন্টে তারা দারুণ কাজ করবে। তাদেরকে জানাই শুভ কামনা।’ আম্পায়ার: লরেন আগেনবাগ, কিম কটন, সারাহ দাম্বানেভান, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, ভৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোয়াস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচ রেফারি: শান্দ্রে ফ্রিজ, জিএস লক্ষ্মী, মিচেল পেরেইরা।