কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ প্রচারের পর ব্যাপক সাড়া মিলেছিল দর্শকদের। এবার ভালোবাসা দিবস উপলক্ষে এ নির্মাতা হাজির হচ্ছেন ‘লাভবাজ‘ নিয়ে। ক্লাব ইলেভেন ও বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই ভ্যালেন্টাইন প্রজেক্টে অভিনয় করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। এর আগে একই পরিচালকের ‘ফিমেল থ্রী’ নাটকে ফারিনকে দেখা গিয়েছিল ব্যাটারি গলির নতুন ভাড়াটিয়া রূপে। সেই নাটকে স্বল্প উপস্থিতি আলোচনায় নিয়ে আসে ফারিনকে।