সমপ্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি জনপ্রিয় টিভি ও রেডিও চ্যানেলের প্রচারিত কিছু অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে টোলো টিভি ও লেমার টিভি চ্যানেলের মালিক মোবি গ্রুপ। খবর বাংলানিউজের।
সংস্থাটি জানায়, তালেবান কর্তৃপক্ষ টিভিতে বিদেশি সিরিজ নাটক প্রদর্শন বন্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই আদেশ পেয়েছে তারা। আর ওইদিন রাত থেকেই মোবি গ্রুপ এই আদেশ পালন করছে। তবে এ বিষয়ে তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ওই আদেশ ইসলামের গুণাগুণ প্রচার ও অপকর্ম প্রতিরোধের জন্য দেওয়া হয়েছে। এদিকে টোলো নিউজের একজন সাবেক সংবাদদাতা অভিযোগ করেছেন, ধারাবাহিকের ওপর তালেবানের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর কর্তৃপক্ষ চ্যানেলটির পরিচালকসহ টোলো নিউজের তিন কর্মীকে আটক করেছে। এর আগে রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে নারী সাংবাদিক ও উপস্থাপকদের উপস্থিতি এবং তাদের কণ্ঠস্বর প্রচার নিষিদ্ধ করে তালেবান। তাছাড়া বেসরকারি টিভি চ্যানেলের বেশিরভাগ বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে তারা।