বঙ্গবন্ধু টানেলের ভেতরে পাঁচটি কার এবং মাইক্রোর মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে এক প্রাইভেটকার ড্রাইভারসহ ৪/৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত কারের একজন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৫টি গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও দুটি কার ও একটি মাইক্রো দুমড়ে মুচড়ে গেছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাইক্রো বাসের যাত্রী সাইফুল ইসলাম আজাদীকে জানান, টানেলের ভেতরে প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালাতে গিয়ে তিনটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রোর মধ্যে এই দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার এএসআই বিল্লাল হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেছেন, এতে গাড়ির কিছু অংশ ভাঙলেও কেউ হতাহত হয়নি।