এবার তবে বৃষ্টি হোক লিপি তালুকদার | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:২৩ পূর্বাহ্ণ অনেক তো হলো রোদ মাখা গল্প এবার তবে বৃষ্টি হোক, শীতলতা আসুক প্রকৃতি জুড়ে মিটে যাক চাতক পাখির শোক। নদী, পাহাড়, ঝর্ণা বৃষ্টির প্রতীক্ষায় বৃষ্টির অপেক্ষায় ফসলি জমি, এবার তবে বৃষ্টি হোক অঝোরে বৃষ্টির জলে শান্ত হোক মাতৃভূমি।