এবার টেকনাফে স্কুল শিক্ষক অপহৃত, মুক্তিপণ দাবি

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে এবার অপহরণের শিকার হলেন রবিউল আলম নামের এক স্কুলশিক্ষক। শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে টমটমের গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

রবিউল আলমের স্ত্রী বলেন, ‘শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আমার স্বামীর মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি এত টাকা কোথায় পাব! আমার স্বামী অল্প টাকার বেতনে চাকরি করেন। আমরা পুলিশকে জানিয়েছি এবং একটি অভিযোগ দিয়েছি।’

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, ‘এক শিক্ষককে অপহরণ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি। আমরা উদ্ধারের চেষ্টা করছি।’

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা