এবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। গতকাল সোমবার সকালে ওয়াসা ভবনে বিক্ষোভ সমাবেশ পালন করে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতাকর্মীরা। পরে তারা এমডির রুমে গিয়ে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময়ের ভেতর দাবি আদায় না হলে এমডির পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের চার দফা দাবির মধ্যে রয়েছে–চট্টগ্রাম ওয়াসার সহকারী পাম্প চালকদের করা মামলা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রায় সঠিকভাবে বাস্তবায়ন এবং আইনগত জ্যেষ্ঠতা প্রদান করতে হবে, অবিলম্বে কো–অপারেটিভের নামে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা লুটপাট বন্ধ করতে হবে এবং অবৈধ স্থাপনা গুলো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিতে হবে, কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ২০২৪ পর্যন্ত চূড়ান্ত হিসাব আপডেট করতে হবে এবং চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা/কর্মচারীরা চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৫ দিনের মধ্যে চূড়ান্ত পাওনা পরিশোধ করতে হবে।
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদ বলেন, আমরা আজকে আমাদের চার দফা দাবি আদায়ে ওয়াসা ভবনে বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেছি। এই চার দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করেছি। এসব দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে ওয়াসার এমডিকে। উক্ত সময়ের মধ্যে দাবি মানা না হলে তার পদত্যাগে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি পালন করবো। এর আগে, গত রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগসহ ১৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।