মাস ছয়েক আগেই এমন এক রেকর্ড গড়েছিলেন দিপেন্দ্রা সিং ঐরি। যেটি ভাঙবে বা কখনোই। নেপালের এই আগ্রাসী ব্যাটার এবার উপহার দিলেন ঝড়ো ব্যাটিংয়ের আরেক কীর্তি। ওভারের ছয় বলের সবকটিতেই ছক্কা মেরে তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ে। ওমানের আল আমেরাতে এসিসি মেন’স প্রিমিয়ার কাপের ম্যাচে গত শনিবার কাতারের বিপক্ষে এই ঝড় তোলেন দিপেন্দ্রা। ইনিংসের শেষ ওভারে মিডিয়াম পেসার কামরান খানের সব ডেলিভারিই তিনি আছড়ে ফেলেন সীমানার ওপারে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার তৃতীয় নজির এটি। দিপেন্দ্রার আগে এটি করতে পেরেছেন ভারতের ইউভরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। ওয়ানডে ক্রিকেটে ওভারে ছয় ছক্কা মারতে পেরেছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। টেস্টে এখনও এটি পারেননি কেউ।
কাতারের বিপক্ষে ম্যাচটিতে শনিবার চতুর্দশ ওভারে উইকেটে যান দিপেন্দ্রা। ১৮ ওভার শেষে তার রান ছিল ১১ বলে ১৬। ১৯তম ওভারে মুসাওয়ার শাহর বলে ছক্কা ও চার মেরে শেষের ঝড়ের ইঙ্গিত দেন। আর শেষ ওভারে সেটিকে দেন পূর্ণতা। ছয় বলের সবকটিই হাওয়ায় উড়িয়ে সীমানা ছাড়া করেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। ইনিংস শেষে ২১ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন দিপেন্দ্রা। ২০ ওভারে ২১০ রান তুলে শেষ পর্যন্ত ৩২ রানে ম্যাচ জিতে নেয় নেপাল। গত সেপ্টেম্বরেও বিধ্বংসী ব্যাটিং দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সেবার এশিয়ান গেমসের ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফটি করেছিলেন ৯ বলে। যে রেকর্ড কেবল ছোঁয়া যাবে, ভাঙা যাবে না কখনও। ১০ বলে ৫২ রানের ইনিংসের পথে সেদিন ছক্কা মেরেছিলেন তিনি আটটি। এর মধ্যে টানা ছয় বলে ছক্কাও ছিল। কিন্তু সেটি ছিল দুই ওভারে ছড়িয়ে। এবার এক ওভারে ছয় ছক্কা মেরেও দেখিয়ে দিলেন। নেপালের হয়ে এখনও পর্যন্ত ৬০ ওয়ানডে ও ৫৫ টি–টোয়েন্টি খেলেছেন দিপেন্দ্রা।