খাগড়াছড়িতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে পিটিয়ে হত্যার দুদিনের মাথায় আরেকজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল বিকালে দীঘিনালা উপজেলার কার্বারী টিলায় এ ঘটনা ঘটে বলে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান। নিহত ত্রিদিব চাকমা (৪২) দীঘিনালার কবাখালি ইউনিয়নের কৃপাপুর গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে। এর আগে রোববার খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এক দল লোক। এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত) তাদের প্রতিপক্ষ ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করলেও তারা তা অস্বীকার করে।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, বেলা আড়াইটার দিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সাতজনের একটি দল দীঘিনালা সদর থেকে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় কার্বারী টিলায় এসে ত্রিদিব চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া কয়েকজনকে চেনা গেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে চারটি আঞ্চলিক সংগঠন রয়েছে। কোনো হত্যাকাণ্ড ঘটলেই ইউপিডিএফ (প্রসীত) আমাদের ওপর দোষ চাপায়। কিন্ত আমরা এই হত্যাকাণ্ড ঘটাইনি। এখানে অন্য কোনো পক্ষ জড়িত থাকতে পারে।
দীঘিনালা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।