ব্যাংকের পর এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সুদের হারে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়ে আমানতে ৭ শতাংশ এবং ঋণে সর্বোচ্চ ১১ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ হারে নেওয়া আমানতের সুদহারে লাগাম টানতে গতকাল সোমবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে সুদের নতুন এ হার কার্যকর হবে। খবর বিডিনিউজের।
এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকগুলোর আমানত ও ঋণে সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা ওই বছর এপ্রিল থেকে কার্যকর রয়েছে। ব্যাংকগুলো আমানতের উপর সর্বোচ্চ ৬ শতাংশ সুদ দিতে পারে এবং ঋণের উপর সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নিতে পারে।
গতকাল আর্থিক প্রতিষ্ঠানের জন্য জারি করা সার্কুলারে বলা হয়েছে, ১ জুলাই থেকে আমানতের উপর সর্বোচ্চ ৭ শতাংশ সুদ দিতে পারবে এবং ঋণের উপর সর্বোচ্চ ১১ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। প্রথমবারের মত সুদহার বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন নেওয়া আমানত ও ঋণের ক্ষেত্রে নতুন এ নির্দেশনা মেনে চলতে হবে। তবে আগে থেকে নেওয়া ঋণ ও আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তি পর্যন্ত আগের হারই বহাল থাকবে।