এবার আইপ্যাডে মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

আইপ্যাডের জন্য একীভূত অফিস অ্যাপ আপডেট করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি এবার অ্যাপটি পুরোপুরি কাজ করবে আইপ্যাডেও। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, নতুন অফিস অ্যাপে একসঙ্গে থাকছে ওয়ার্ড, এঙেল এবং পাওয়ারপয়েন্ট। ২০১৯ সালে অ্যাপটি প্রথমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য উন্মোচন করেছিলো মাইক্রোসফট। খবর বিডিনিউজের।
উন্মোচনের পর থেকেই ধীরে ধীরে অ্যাপটির উন্নয়ন করেছে সফটওয়্যার জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি। কিন্তু এটি সবসময়ই উইন্ডো মোডে চলছিল। পুরোপুরি অপটিমাইজড আইপ্যাড অ্যাপ হিসেবে এটি ব্যবহার করা যাচ্ছিলো না। নতুন আপডেটের মানে দাঁড়াচ্ছে, অফিস এখন পুরোদস্তুর আইপ্যাডওএস অ্যাপ। ফলে এতে থাকছে মাইক্রোসফটের উৎপাদনশীল সুইট অ্যাপের ট্যাবলেট সংস্করণ। আপডেটেড অ্যাপটিতে এমন কিছু ফিচারও থাকছে, যা প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারের কথা ভেবে নকশা করা হয়েছিলো। এর মধ্যে রয়েছে দ্রুত পিডিএফ তৈরি, ছবিকে টেঙট এবং টেবিলে রূপান্তর করা এবং অন্যান্য দ্রুতগতির কার্যকারিতা। মূলত একটি অ্যাপের মাধ্যমেই মোবাইল অফিস অ্যাপকে সহজ করে তোলার চেষ্টা করছে মাইক্রোসফট। কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড, এঙেল ও পাওয়ারপয়েন্ট অ্যাপও আগের মতোই পাওয়া যাচ্ছে এবং নিয়মিত আপডেট হচ্ছে।
আইপ্যাড-বান্ধব মূল অফিস অ্যাপটি আনতে কিছুটা দেরি হলেও এতে কিছু আইপ্যাডভিত্তিক ফিচারও যোগ করেছে মাইক্রোসফট। সমপ্রতি অ্যাপটিতে মাউস এবং ট্র্যাকপ্যাড সমর্থন যোগ করেছে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধসুরকার আলী হোসেন আর নেই
পরবর্তী নিবন্ধঅর্থনীতি পুনরুদ্ধারে আশাবাদী ৭১% ব্যবসায় প্রতিষ্ঠান