এবার অলিম্পিক রেকর্ড কেলি ম্যাককিউয়েনের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

অ্যাডিলেইডের পর টোকিওর জলেও ঝড় তুললেন কেলি ম্যাককিউয়েন। অলিম্পিক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার এই সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে জয়লাভ করেন। মঙ্গলবার ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ম্যাককিউয়েন।
২০ বছর বয়সী এই সাঁতারু গত মাসেই অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ান সুইমিং ট্রায়ালসে ৫৭ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে গড়েন এই ইভেন্টের বিশ্বরেকর্ড। এবার একটুর জন্য ছুঁতে পারলেন না নিজের সেই কীর্তি। তবে অলিম্পিক সোনার তৃপ্তি পেলেন।

পূর্ববর্তী নিবন্ধটোকিওতে অনুশীলন করলেন জহির রায়হান
পরবর্তী নিবন্ধবিশ্বরেকর্ডধারীকে ছাড়িয়ে সাঁতারে সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের জ্যাকোবি