এফবিসিসিআই’র নির্বাচন পিছিয়ে গেল

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন নেতৃত্ব বাছাইয়ে নির্বাচন এক দফা পেছান হল। এফবিসিসিআই নির্বাচন বোর্ড গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে ২০২৫২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের সময় ৪৫ দিন পিছিয়ে দিয়েছে। তবে ভোট কবে হবে তা ‘শীঘ্রই’ পুনঃতফসিল ঘোষণা করে জানানো হবে বলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।

এর আগে ১৮ জুন এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচন হবে ২০২৫ সালের নতুন বিধিমালা অনুযায়ী, তাতে পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমে ৪৬ জনে আসবে। এই ৪৬ সদস্যের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি ও দুইজন সহসভাপতি, যারা পরে নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমও পদত্যাগ করেন। গত বছরের ১১ সেপ্টেম্বর সংগঠনটির পর্ষদ ভেঙে দিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসক বসায় সরকার। প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে।

পূর্ববর্তী নিবন্ধসুফিয়া বেগম
পরবর্তী নিবন্ধফেসবুকে বিতর্কিত পোস্ট : চাকরি গেল সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির