এফপিএবি চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা

| সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

এফপিএবি চট্টগ্রাম শাখার ৪৫ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মো. শাহজাদা আলম। বক্তব্য রাখেন এফপিএবি চট্টগ্রাম শাখার সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন, সাবেক এমপি নুরী আরা সাফা, সাবেক এমপি সাবিহা মূসা, ফাতেমা শাহজাহান ও দিদারুল আলম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, আবু তাহের খান, কাজী হাবিবা শহিদ, শাহীদুল ইসলাম রাসেলসহ শাখার আজীবন সদস্য, সাধারণ সদস্য, যুব সদস্য এবং এফপিএবি চট্টগ্রাম শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় চট্টগ্রাম শাখার সভাপতি মো. শাহজাদা আলম বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। সভায় এফপিএবির চট্টগ্রাম শাখার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষে সকল আজীবন সদস্য, সাধারণ সদস্য ও যুব সদস্যদের সহযোগিতা কামনা করা হয়। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান উজ্জ্বল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকে বাঁচানোর সম্মেলনে বিশ্বতোরা
পরবর্তী নিবন্ধমহানগর কৃষক লীগের সভা