এপিক প্রপার্টিজ লিমিটেডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

| রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

এপিক প্রপার্টিজ লিমিটেডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী : ‘জীবনযাত্রার মান উন্নয়ন’আবাসন খাতে নতুন দিগন্ত এপিক প্রপার্টিজ লিমিটেড তার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল চট্টেশ্বরী রোডস্থ কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ২২ বছরের সাফল্য এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর থিম ছিল ‘জীবনযাত্রার মান উন্নয়ন,- যা ভবিষ্যতে গ্রাহকদের উন্নত জীবনযাত্রা এবং টেকসই আবাসন সেবা নিশ্চিত করার অঙ্গীকারকে প্রতিফলিত করে। এ উপলক্ষে গতকাল থেকে কর্পোরেট কার্যালয়ে শুরু হয়েছে ৬ দিনব্যাপী “এপিক অ্যানিভার্সারি ফিয়েস্তা” শীর্ষক বিশেষ মেলা। মেলায় এপিকের চলমান এবং নতুন প্রকল্পের বিশেষ তথ্য, সুযোগসুবিধা এবং অফার তুলে ধরা হচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত। উক্ত অনুষ্ঠানে কেক কাটাসহ, পবিত্র কোরান তেলাওয়াত এবং বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবীর, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান, পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ। চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবীর বলেন, “আজকের দিনটি আমাদের ২২ বছরের সাফল্যের একটি মাইলফলক। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে ভবিষ্যতেও সমাজের সকল স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব এবং গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করব। এপিক প্রপার্টিজের লক্ষ্য শুধু আর্থিক সফলতা নয়, বরং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা।” ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, “এপিকের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে, যেখানে আমরা আবাসন খাতের উন্নয়ন ছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সমাজের জন্য অবদান রাখতে চাই। পরিচালক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এপিক প্রপার্টিজ আজ আস্থা ও সফলতার এক উজ্জ্বল প্রতীক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটিতে আলোচনা সভা