এপিক আমার বাবা কনটেস্টে পুরস্কৃত তিন তরুণ

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

‘এপিক আমার বাবা’ কনটেস্টে বাবাকে নিয়ে গল্প লিখে পুরস্কৃত হয়েছেন তিন তরুণ। বাবা দিবস উপলক্ষে এপিক প্রপার্টিজ লিমিটেড আয়োজিত কনটেস্টে ছবি ও বাবাকে নিয়ে গল্প লিখে পুরস্কৃত হয়েছেন তারা । গতকাল শনিবার চট্টেশ্বরী রোডে এপিকের করপোরেট অফিসের কনফারেন্স হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এপিক প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস.এম. আবু সুফিয়ান। এই কনটেস্টে প্রথম পুরস্কার লাভ করেন মেহেদী হাসান নীল, দ্বিতীয় পুরস্কার লাভ করেন এম. ইয়াছিন আরাফাত এবং তৃতীয় পুরস্কার লাভ করেন তৌহিদুল ইসলাম শিশির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের হেড অব ইঞ্জিনিয়ার প্রকৌশলী দিদারুল আলম, প্রিন্সিপাল আর্কিটেক্ট মো.সাইফুর রশিদসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগন । অনুষ্ঠানে এপিক প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস.এম. আবু সুফিয়ান বলেন, বাবা দিবসে বাবাকে নিয়ে ছবি ও গল্পে ব্যতিক্রমি কনসেপ্টে এই প্রতিযোগিতা আয়োজন করেছে এপিক। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারা গেলেন বৃদ্ধা
পরবর্তী নিবন্ধঅভিযুক্ত পুত্রবধূ তিন দিনের রিমান্ডে