এপিকের গ্রীষ্মকালীন আবাসন মেলার উদ্বোধন

| শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লালখানবাজারস্থ এপিক এস. . সিদ্দিকী পার্ক প্রকল্পে শুরু হয়েছে ৫ দিনব্যাপী আবাসন মেলা ‘এপিক সানি ফিয়েস্তা ২০২৩’। “সবুজের সমারোহে ভালোবাসার আস্থা”এই প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা চলবে ১২ জুন পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক প্রকোশলী মো. আনোয়ার হোসেন, ১৪নং লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালসহ আরও অনেকে। উদ্বোধনী বক্তব্যে প্রকোশলী মো. আনোয়ার হোসেন বলেনবর্তমান বিশ্ব অর্থনীতির মন্দাভাবের প্রভাব আবাসন শিল্পখাতেও পড়েছে। নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়েও আমরা আমাদের গ্রাহকদের চাহিদা ও সাধ্যের কথা মাথায় রেখে এই মেলার আয়োজন করেছি। মেলায় এসে সাধ্যের মধ্যে পছন্দ মত ফ্ল্যাট কিনতে পারবেন সবাই। স্বাগত বক্তব্যে ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বলেনলালখানবাজার এলাকাটি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখান থেকে খুব সহজেই ফ্লাইওভার হয়ে বিমানবন্দর বা বদ্দারহাটে অল্প সময়ে পৌঁছানো যায়। এইরকম একটি গুরুত্বপূর্ণ স্থানে এপিক প্রকল্প করায় সাধুবাদ জানান তিনি। এবারের মেলায় এপিক প্রপার্টিজ ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ১৩টি প্রকল্প প্রদর্শন করছে। যার মধ্যে বেশ কয়েকটি প্রিমিয়াম মানের প্রজেক্ট রয়েছে। মেলায় আগ্রহী ক্রেতারা বুকিং দিলেই পাবেন ফ্রি স্মার্ট হোম সল্যুশন। এই মেলায় আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসাবে অংশগ্রহণ করছে ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, দি সিটি ব্যাংক ও ডি বি এইচ ফাইনেন্স। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।