এনায়েত বাজার মহিলা কলেজে ইয়োগা দিবসের উদ্বোধন

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে গতকাল এনায়েত বাজার মহিলা কলেজে আন্তর্জাতিক ইয়োগা দিবস২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলার সভাপতি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইয়াগো, যা যোগ ব্যায়াম নামেও পরিচিত। এটি একটি প্রাচীন অনুশীলন। শরীর ও মনের সুস্থতার জন্য যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। ইয়োগা দৈনন্দিন জীবনের দুর্দশা এবং দুর্ভোগ মোকাবিলা করতে সাহায্য করে। শরীরের সাধারণ সুস্থতা, শারীরিক আঘাত এবং দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করার একটি ব্যায়াম এটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান থেকে ৩১ কেএনএফ সদস্যকে পাঠানো হলো চট্টগ্রাম কারাগারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন