নগরীর ১নং এনায়েত বাজার সড়কস্থ লক্ষ্মী নারায়ন বিগ্রহ মন্দিরের সম্মুখে দয়াকুটীর প্রাঙ্গনে ১নং এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের ৬৮তম বর্ষে সর্বজনীন শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অনুপ কুমার মিত্র (লিটন)। ঢাক বাদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি। মহান অতিথি ছিলেন এনায়েত বাজার পাড়া মহল্লা কমিটির সভাপতি এবং ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম এ মালেক।
অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। ধর্মসভায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন–লায়ন আর কে দাশ রূপু, রাজীব ধর তমাল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স এর ডাইরেক্টর বিপ্লব দে পার্থ, জেল পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন ১নং এনায়েত বাজার পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ধর্মসভা শেষে গান পরিবেশন করেন শিল্পী কেয়া লাহিড়ী এবং যন্ত্রানুষঙ্গে আশা অর্কেস্ট্রা টীম। প্রেস বিজ্ঞপ্তি।