নগরীর এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাবার তৈরির সত্যতা পান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।
অভিযান প্রসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ জানান, লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও নোংরা পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চকবাজারের সাদিয়াস কিচেন ও মিষ্টিমুখকে নিরাপদ খাদ্য আইনে খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী ও সিএমপি পুলিশ সদস্যরা।